ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

কোটার নাম করে বিএনপি অস্থিতিশীলতার চেষ্টা করছে: হানিফ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ৯ জুলাই ২০১৮

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ বলেছেন, বিএনপি কোটার নাম করে দেশে অস্থিতিশীলতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিএন‌পি-জামায়ত বাংলাদেশের জনগণ থেকে অনেক দূ‌রে তাই তারা নতুন করে ষড়যন্ত্র করছে। কোটা সংস্কার বিষয়ে বিএনপির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন।

আজ সোমবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর) আ‌য়ো‌জিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।  

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারকে সমর্থন জানিয়ে‌ছেন। এমন‌কি একটি কমিটিও তৈরি করা হয়েছে। তারা এটা পর্যবেক্ষণ করছে। তাই আমি মনে করি এখন এই বিষয় নিয়ে কোনো আন্দোলন করা উচিত নয়।

তিনি বলেন, এসব আন্দোলনের নাটক বন্ধ করে সরকারের উন্নয়নের সঙ্গে থাকুন। সহযোগিতা করুন তাহলে হয়তো জনগণ আপনাদের কোনো দিন ক্ষমা করেও দিতে পারে।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান প্রমুখ।

এসি

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি